বরগুনার তালতলি উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার জলিল রাডীর বিরুদ্বে প্রায় ১৪শ মণ চাউল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বাদ পড়া জেলেরা তালতলী উপজেলার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত ইউএনও সেলিম নিকট মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যান। সাংবাদিকদের উপস্থিতিতেই জেলেদের কেন অভিযোগ নিয়ে এসেছে বলে হুমকি দেন ইউএনও। এসময় তিনি জেলেদের হাজতে টুকিয়ে দেওয়ার ভয় দেখান।
জেলে জয়নাল ঘরামী, বাদশা, নুরুল হক অভিযোগ করেন যারা জেলেদের চাল আত্মসাৎ করলো উনি (ইউএনও) তাদের হাজত দিতে পারেন না। আমাদের হাজত দেবার কথা বলেন। আমরা ডিসি স্যারকে জানিয়েছি। তিনি বলেছেন, ''ব্যবস্থা নিবেন।''
স্থানীয়রা অভিযোগ করেন, জলিল রাডী মৃত ব্যক্তি, তার আপন ভাই এবং এলাকার বাইরের অন্তত ১৫ জনের ভুয়া তালিকা করে ১৩-১৪শ মণ জেলেদের চাল আত্মসাৎ করেছেন। এভাবে ভুয়া তালিকা করে চালসহ সরকারি বরাদ্ধ আত্মসাতের কোন বিচার আমরা পাইনি।
এ ব্যাপারে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অভিযুক্ত মেম্বারের মোবাইলে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা