নীলফামারীর ডিমলায় ‘লকডাউন’ উপেক্ষা করায় ৮ কাপড় ব্যবসায়ীসহ ২০ জনের প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা হিসেবে মোট ১ লাখ ৪৯ হাজার ৫শ টাকা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
কাপড় ব্যবসায়ী শাহিনুর ইসলাম, মমিনুর রহমান, হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল কাদের, কাপড় ব্যবসায়ী আরিফ হোসন, আব্দুল কাদের, লুৎফর রহমান, আসমত আলী, কাপড় ব্যবসায়ী ফারুক হোসেন এবং ১২জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় বলেন, সরকারি আদেশ অমান্য করায় তাদের এই জরিমানা করা হয়। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার টাকা আদায় করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন