করোনাভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করে ইচ্ছেমতো ঘোরাঘুরি করায় দেড় শতাধিক মোটর সাইকেল আরোহীকে মামলা ও পথচারীদের শাস্তি দেওয়া হয়েছে। পরে পথচারীরা তাদের নিজের ভুল স্বীকার করে ঘরে ফিরে যায়।
রবিবার সকালে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর নিদের্শনায় শহরের সাতমাথায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী, জেলা ট্রাফিকের ইন্সপেক্টর রফিকসহ জেলা পুলিশের সদস্যরা করোনা সংক্রমণ প্রতিরোধ অভিযানে অংশ নেয়।
অভিযানে বগুড়া শহরের যাতায়াতকারী সকল যানবাহনে আরোহনকারীদের কাছে পুলিশ সদস্যরা যাতায়াতের কারণ ব্যাখ্যা চান। যথাযথ কারণ জানাতে না পারলে তাদের মামলা দেয়া হয়।
পাশাপাশি পথচারীদেরও চলাচলের কারণ জিজ্ঞাসা করা হয় এবং অযথা চলাচলকারীদের বীরশ্রেষ্ঠ স্কয়ারে প্রাচীর ঘেঁষে বসিয়ে রাখা হয়। জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহন, পথচারীদের ছেড়ে হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী অভিযান চলাকালে জানান, সারাদেশে করোনা বিস্তার লাভ করেছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। করোনাভাইসরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকার কথা বলা হয়েছে। তারপরও বিনা প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের ঘরে ফেরাতে জেলা পুলিশ সদস্যরা কাজ করছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা