বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) মাইক্রোবায়েলজি বিভাগে পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাব সোমবার চালু হচ্ছে। মেডিকেল কলেজের চিকিৎসকরা আশা করছেন সোমবার ২০ এপ্রিল থেকে টেস্ট করা যাবে।
ল্যাবের জন্য ১০৮টি নমুনা সংগ্রহের কিট, ৫০০ পিপিই ও মাস্ক পৌঁছেছে। এই ল্যাব থেকে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউর আলম জুয়েল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ল্যাবটি চালুু করে এখান থেকে করোনা রোগীর নমুনা পরীক্ষা করে রোগ সনাক্ত করা হবে। মোটামুটি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার করোনাভাইরাস শনাক্তে টেস্ট করা যাবে।
কলেজর অধ্যক্ষ আরও জানান, এখানে জনবল কম থাকলেও এখানকার চিকিৎসকরা এই দুর্যোগে ল্যাবে নমুনা পরীক্ষা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। শজিমেক'র মাইক্রোবাইলোজি বিভাগের এই ল্যাবে ইতোমধ্যে করোনা নমুনা পরীক্ষা যন্ত্রপাতি বসানোর কাজ শেষ। কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগার থেকে এসেছে ১০৮ কিট, ৫০০ পিপিই ও মাস্ক। পর্যায়ক্রমে আরও কিট ও পিপিই সরবরাহ করা হবে কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগার থেকে।
তিনি জানান, বগুড়ার এই ল্যাব থেকে প্রতিদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। বগুড়া মেডিকেল কলেজে এই ল্যাব স্থপনের মধ্যে দিয়ে বগুড়াসহ আশেপাশের কয়েকটি জেলা ও উপজেলার করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। শজিমেক এর ল্যাবে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া রোগীদের নমুনা দ্রুত রিপোর্ট পাওয়া যাবে। এর আগে বগুড়ার রোগীদের নমুনা রাজশাহীতে প্রেরণ করা হতো।
বিডি প্রতিদিন/আরাফাত