করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় কর্মহীনদের মাঝের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে সলঙ্গা অনার্স কলেজ মাঠে জেলা পরিষদের নারী সদস্য ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা পারভীন লাভলী শতাধিক কর্মহীন মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সহসভাপতি ফণি ভুষণ পোদ্দার, সলঙ্গা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা পারভীন রিক্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন