বাগেরহাটে বোরো ধান কাটা মৌসুমে শ্রমিক সংকটে স্বেচ্ছাশ্রমে কৃষকের পাশে দাঁড়িয়েছে সিপিবির বাম ব্রিগেড। রবিবার সকালে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় পুটিমারী বিলে কৃষকদের আবাদ করা পাকা বোরো ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে তাদের এই কর্মসূচি শুরু হয়।
সিপিবি, কৃষক ও ক্ষেতমজুর সমিতি, ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে জমি মালিকদের পাকা ধান কেটে দেন। তারা বাগেরহাট শহরতলীর হাড়িখালি মৌজার জমি মালিকদের মাঠের সব পাকা বোরো ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেওয়ার কথা জানিয়েছেন।
বাগেরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, সদস্য জাহিদুল ইসলাম যাদু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসাইন বিদ্যা, জেলা শাখার সদস্য দেবব্রত দাস পলাশ, শুভজিৎ দে, যুব ইউনিয়ন সদস্য রুমান মাহমুদ, তানভীর আলী, সঞ্জয় কুমার দে অপু, তপন কুমার দাস প্রমুখ প্রথম দিনে বিলের বর্গাচাষী অনিক হাসান ও শাহানারা বেগমের ৬ বিঘা জমির ধান কাটেন। পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা। কৃষক অনিক হাসান বলেন, ধান কাটার সময় সাধারণত একজন শ্রমিককে ৪শ থেকে ৫শ টাকা পারিশ্রমিক দিতে হয়। করোনা পরিস্থিতিতে এক হাজার টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। হঠাৎ করে কমিউনিস্ট পার্টির নেতারা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমি খুবই আনন্দিত।
বিডি প্রতিদিন/আল আমীন