ময়মনসিংহে লকডাউন না মেনে অকারণে রাস্তায় ঘুরাফিরা করায় বেশ কয়েক জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে শহরের বেশ কয়েকটি স্থানে প্রথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন, সেগুফতা মেহনাজ এবং মাহমুদা হাসান পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৫টি মামলায় ৩৩ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন। করোনা পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকার আহবান জানিয়ে আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্য করে কাপড় ও রড, সিমেন্টের দোকান খুলে রাখা, চা স্টল খোলা এবং সেখানে বসে আড্ডা দেয়া, মোটরসাইকেলে করে ঘুরাফিরা করা ও যান চলাচল করায় বিভিন্ন জনকে জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার