মাদারীফুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার ব্রিজের উপর শত শত কর্মহীন মানুষ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ত্রাণের জন্যে বিক্ষোভ প্রদর্শন করেছে। সড়ক অবরোধের কারণে এক ঘন্টারও বেশি সময় মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। পরে প্রায় এক ঘন্টা চেষ্টার পর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভের বিষয়ে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হালিম শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলসহ আরো বেশ কয়েকজন অভিযোগ করে জানান, আমরা নৌকায় ভোট দিয়েছি, অনেক আশা করে। কিন্ত লকডাউনের একমাসের বেশি অতিক্রম করলেও এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি। আমরা এই এলাকার মানুষ, উপজেলা নির্বাচনসহ সব নির্বাচনেই নৌকায় ভোট দেই। এ পর্যন্ত উপজেলা চেয়ারম্যানসহ কেউ আমাদের খোঁজখবর নেয়নি। আমরা কাজ-কর্ম বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছি।
এদিকে মাদারীপুরের সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন থেকে সরকারি ৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি সদর থানা পুলিশ। অন্যদিকে কেন্দুয়া ইউনিয়নের ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের চরদক্ষিণপাড়া গুচ্ছগ্রাম এলাকায় আব্দুল মান্নান মিয়ার ঘরে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় আব্দুল মান্নান মিয়ার ঘর থেকে সরকারি ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে কৌশলে বাড়ির মালিক পালিয়ে যায়। এই ঘটনার সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যার অমিত হোসেন কবির জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সদর থানার ওসি জানান, চাল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি ওই ঘরের মালিককে আটকের জন্যে। এই চাল চুরির ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জড়িত থাকলে তাকেও আটক করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন