পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে পৌর শহরের আবুল ফাত্হা, বাচ্চু, মো.জাহাঙ্গীর আলম ও মো.এরশাদ নামের চার ব্যবসায়ীকে এ অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। তিনি জানান, করোনা সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ওই চার ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করছিল। প্রত্যেককে তিন হাজার টাকা করে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ও ২৬৯ ধারায় এ অর্থ দণ্ডদেশ দেয়া হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডি প্রতিদিন/হিমেল