মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেলে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন। আজ সন্ধ্যা থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা বন্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। মানিকগঞ্জের আশপাশের জেলাগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওইসব জেলা থেকে মানিকগঞ্জে বেআইনিভাবে লোকজন প্রবেশ করছে। এ কারণে রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানিকগঞ্জে লকডাউন বলবৎ থাকবে। এ সময়ে জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা–যাওয়া করা যাবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না।
তবে চিকিৎসাসেবা, জরুরি পরিষেবা, ওষুধ, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, সংবাদপত্র সেবা ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার