করোনাভাইরাসের প্রভাবে ঝিনাইদহে সদর হাসপাতালসহ ৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডাক্তার-নার্স ও হাসপাতালে কর্মরতরা ঠিকমত উপস্থিত হচ্ছেন না। হাসপাতালে যারা দায়িত্বশীল আছেন তারা বিভিন্ন অজুহাতে হাসপাতালে ঠিকমত আসছেন না।
ফলে অধিকাংশ রোগীরা সেবা না পেয়ে প্রাইভেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে বেড়াচ্ছেন। প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে রোগীরা আসলেই তারা কাঙ্খিত সেবা পাচ্ছেন না।
করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে গেলে প্রাথমিকভাবে রাখা হচ্ছে ডায়রিয়া ওয়ার্ডে। কিন্তু সেখাকার অবস্থা অত্যন্ত নাজুক। সুস্থ ব্যক্তিকেও ওইস্থানে রাখলে অসুস্থ হয়ে হওয়ার সম্ভবনা রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসপাতালে রোগীদের সেবা ঠিকমত দেওয়া হচ্ছে। করোনা রোগীর সেবা সম্পর্কে তিনি কোনো সিন্ধান্ত জানাতে পারেননি। তিনি বলেন, করোনায় আক্রান্ত হলে বাড়ি বসেই চিকিৎসা নিবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার