মাদারীপুরে করোনার প্রভাবে চিকিৎসা বঞ্চিত হচ্ছে রোগীরা। মাদারীপুর সদর হাসপাতালসহ অধিকাংশ চিকিৎসা কেন্দ্র রোগীরা পাচ্ছে না কাঙ্খিত সেবা। সরকারি হাসপাতালে জ্বর, ঠান্ডা ও কাশির কোনো চিকিৎসা দিচ্ছে না জরুরি বিভাগ। এতে রোগীরা যেমন বিপাকে পরছেন, তেমনি আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। ফলে চিকিৎসার মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত হওয়ায় উদ্বেগ আর উৎকন্ঠা আরো বেড়ে যাচ্ছে।
সরেজমিন মাদারীপুর সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ বেডেই রোগী নেই। পুরো হাসপাতাল প্রায় রোগী শুন্য। জরুরি বিভাগে অসুস্থ্য শিশু, বৃদ্ধসহ রোগীরা অপেক্ষা করছে ডাক্তার দেখাতে। কিন্তু ডাক্তার না থাকায় বিপাকে পরেছে তারা। জেলার ছোট বড় ১০৬ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত যেসব ডাক্তার রোগী দেখতেন তারাও চেম্বার করছেন না।
নাম প্রকাশে এক চিকিৎসক জানান, মাদারীপুরে দুই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত তাই সংক্রমণের ভয়ে চিকিৎসকরা জ্বর-সর্দির চিকিৎসা করানো হয় না। পিপিই নিয়েও আমরা শঙ্কিত।
মাদারীপুর সিভিল সার্জন শফিকুল ইসলাম বলেন, চিকিৎসা সেবা চালু রয়েছে। করোনা সংক্রমণ রোধে টেলিমেডিসিন সেবা নেয়ার অনুরোধ করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার