ঢাকার ধামরাইয়ে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি হলে ধামরাইয়ে প্রথম করোনায় আক্রান্ত হওয়া ঢাকা ডিসি অফিসের অফিস সহকারি শামীম হোসেনের মা আনোয়ারা বেগম (৫৫)। বিষয়টি আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন বাংলাদেশ প্রতিদিন জানান, হাজীপুর পালপাড়া গুচ্ছ গ্রামের শামীম হোসেনের করোনায় ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ১৬ এপ্রিল ওই গ্রাম লকডাউন করা হয়। এরপর ওই বাড়ির সকল সদস্যের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকরা। আজ সকালে জানতে পারি শামীম হোসেনের মা করোনা পজেটিভ।
এর আগে ঢাকা ডিসি অফিসের ওই অফিস সহকারি ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেটম্যান আয়শা আক্তার করোনায় আক্রান্ত হন। আয়শা ওই হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। আর শামীম হোসেন নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ