দেশের কেরোনা মোকাবিলায় কর্মহীন ও দিন মজুরদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধামরাইয়ের কালামপুর বাজার কমিটি। আজ সোমবার সকালে পঞ্চমবারের মতো কালামপুর বাজার বণিক সমিতির মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, চিনি, তৈল,আলু,ডাল, ভুট্টা, লবন তুলে দেওয়া হয়।
বাজার কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করিম রুবেল বাংলাদেশ প্রতিদিনকে জানান, করোনা মোকাবিলায় কালামপুর বাজার ও তার আশে পাশের গ্রামের অনেকেই কর্মহীন হয়ে পড়ে। আমরা বাজার কমিটি ওইসব কর্মহীন ও অসহায়দের মাঝে নিয়মিত খাদ্যে সামগ্রী বিতরণ করেছি। আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে জানান তিনি। এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ