নারায়গঞ্জ থেকে নোয়াখালীতে বাড়ি ফেরা এক তরুণের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত তরুণের বাড়ি সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামে। এনিয়ে জেলায় মোট ৬ জনের করোনাভাইরাস সনাক্ত হলো। এর মধ্যে ইতালি প্রবাসি এক ব্যক্তিসহ তিনজনের মৃত্যৃ হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান, ২০ বছর বয়সী ওই তরুণ গত ১৪ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়ি ফিরে। পরদিন স্বাস্থ্য কর্মীরা তার বাড়িতে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। এরপর সংগ্রহ করা নমুনা চট্টগ্রামে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হলে গতকাল রবিবার রাতে সেখান থেকে পাঠানো রিপোর্টে তার করোনাভাইরাস পজেটিভ উল্ল্যেখ করা হয়।
তিনি আরও জানান, হোম কোয়ারিন্টাইনে থাকা ওই তরুণকে আপাতত বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। আজ সোমবার পর্যবেক্ষন শেষে তাকে জেলার চর আলগী হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, ওই তরুণের বাড়িতে তার সংস্পর্শে আসা অন্যান্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বিআইটিআইডি পাঠানো হবে। এছাড়া ওই গ্রামে যাতে কেউ প্রবেশ বা গ্রাম থেকে বের হতে না পারে সেজন্য পুরো গ্রামটি আজ সোমবার থেকে লকডাউান করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ