টাঙ্গাইলের সখীপুরে রাতের বেলায় অপ্রয়োজনে ঘুরাঘুরি করার অপরাধে আট জনকে জরিমানা ও ৩ মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যারাতে পৌরএলাকার কচুয়া সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ সাজা দেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, নির্দেশনা অমান্য করে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাজারে আসায় আট জনকে আট হাজার পাঁচশত টাকা জরিমানা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ