ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস সচেতনায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নানা পদেক্ষেপ নেয়া হয়েছে। এই জেলাকে লকডাউনও করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচার প্রচারণা। শহরের সড়কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ। তবে মানুষের সচেতনার অভাবে এইসব কিছুই অর্থহীন হয়ে পড়েছে।
বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হয়ে ব্যাপক মানুষের সমাগম হচ্ছে। প্রশাসনের যথাযথ তদারকির অভাবে সামাজিক দূরত্ব মানছে না বলে অভিযোগ অনেকের। শহরের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিতরণ, হাট-বাজার, ব্যাংক গুলোতে এই চিত্র দেখা যায়। এসব পণ্য বিক্রিয় সময় একই স্থানে নিয়ম না মেনে বিপুল সংখ্যাক নারী-পুরুষ সমবেত হয়ে এসব পণ্য গ্রহণ করছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় সরকারি উদ্যোগ কাজে আসছে না।
এ বিষয়ে জেলা প্রশাসক হায়াত উদ-দোলা খাঁনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।
এদিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, এপর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১৮ জন। দুই জন মারা গেছে। ৪২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারন্টোইনে রয়েছে ২৬৪৭৫ জন। আইসোলেশনে আছেন ১৫ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার