জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজললপুর গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
করোনাভাইরাসের কারণে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাযা ও দাফন কাজ সংক্ষিপ্ত করা হয়। ইমরুল কায়েস, ইমরুল কায়েসের শ্বশুর জহিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীসহ নিকটাত্মীয় ২৫-৩০ জনকে জানাজায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় বনি আমিন বিশ্বাস মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর থেকে রেফার্ড করা হলে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা