ত্রাণের দাবিতে নীলফামারীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমজীবী মানুষ। আজ সোমবার দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এতে চড়াইখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন।
অবরোধের কারণে সড়কের দুই পাশে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন আটকা পড়ে।
এক ঘণ্টা পর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন উপস্থিত হয়ে বিক্ষুব্ধ মানুষকে ত্রাণ দেয়ার আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নেন তারা।
বিডি প্রতিদিন/ফারজানা