খাদ্য সহায়তায় ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে জেলা প্রশাসনের হটলাইন। করোনার প্রভাবে কর্মহীন পরিবারের লোকজন যারা লোক-লজ্জার কারণে ত্রাণ চাইতে পারছেন না, হটলাইন নাম্বারে ফোন করলেই খাদ্য পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা অসহায় দুস্থদের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে প্রশাসনের হটলাইন ফোন নম্বরে কল করলে গ্রহণ করা হয় নাম ঠিকানা, ভোটার আইডি নাম্বার। বিকেলে ছয়টি গাড়ির মাধ্যমে ঠাকুরগাঁও পৌর এলাকার বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে চাল, ডাল, তেল ও চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এজন্য কোন নেতা বা প্রশাসনের কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে না কাউকে, এভাবে ত্রাণ পেয়ে খুশি মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে ২০ই এপ্রিল পর্যন্ত ফোনের মাধ্যমে ঠাকুরগাঁও পৌর এলাকার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সাড়ে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল