রাজবাড়ী সদর উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের দায়ে খানগঞ্জ ইউনিয়নের ডিলার আবু নাছিরের ডিলারশীল বাতিল হয়েছে। আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 'অনিয়ম অব্যাহত চাল বিতরণে' শিরোনামে প্রকাশিত খবরে খানগঞ্জ ইউনিয়নের ডিলার মো. আবু নাছিরের অনিয়মের তথ্য দেওয়া হয়।
এরপর আজ দুপুরে বাংলাদেশ প্রতিদিনের কাছে মুঠোফোনে নাছিরের ডিলারশীল বাতিলের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুন্সী মুজিবুর রহমান।
দুই কর্মকর্তা জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খানগঞ্জ ইউনিয়নের ডিলার মো. আবু নাছিরের বিরুদ্ধে কার্ড হারিয়ে ফেলাসহ কিছু অনিয়মের অভিযোগ ওঠায় সেগুলো খতিয়ে দেখে তার ডিলারশীপ বাতিল করা হয়েছে। দুই একদিনের মধ্যে তারকাছে ডিলারশীপ বাতিলের চিঠি পৌঁছে যাবে এবং নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, খানগঞ্জ ইউনিয়নের ডিলারে মো. আবু নাছিরের বিরুদ্ধে ১০ টাকা কেজিতে দরে চাল ক্রয় করতে না পারাসহ অতিরিক্ত দামে চাউল বিক্রির অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা গতকাল রবিবার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া পাষানমার্কেট এলাকায় মানববন্ধন করে।
বিডি প্রতিদিন/হিমেল