ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা মোতাবেক ঘরে থাকা জেলার ৯টি উপজেলার ১ হাজার ১৫০ জন কর্মহীন মানুষের মধ্যে বিতরণের জন্য সমাজসেবা অধিদপ্তরের দেওয়া নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় পৌর এলাকার পূর্ব মেড্ডায় অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলার ৯টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার জন্য এই খাদ্যসামগ্রী হস্তান্তর করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।
প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও এক কেজি লবণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াছ মেহেদি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুল আলম তাপস, সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এ বি এম মশিউজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন