ঝালকাঠিতে মহামারী করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডালসহ ইফতারি সামগ্রী রয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠি শহরের পুর্বচাদকাঠি এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহজাহান হাওলাদার ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ব্যবসায়ী মো. শাহজাহান হাওলাদার জানান, দুস্থ, অসহায়, দরিদ্র, কর্মহীন ৫ শতাধিক মানুষকে খাদ্য ও ইফতার সামগ্রী দেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশনায় এ সহায়তা দেয়া হয়। এতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি চিড়া, ১ কেজি পিয়াজ ও আধাকেজি সয়াবিন তৈল প্রতিজনকে দেয়া হয়েছে। সেই সাথে এলাকার সনাতন ধর্মাবম্বীদেরও খাদ্যসহায়তা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম