বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) অবশেষে চালু করা হলো করোনাভাইরাসের নমুনা পরীক্ষার যন্ত্র। পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) যন্ত্রটি স্থাপনের পর সোমবার দুপুরে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রথমদিনে চারজনের পরীক্ষা করা হয়েছে। বগুড়া শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভূঁইয়া পিসিআর যন্ত্রে করোনার নমুনা পরীক্ষার উদ্বোধন করেন।
এ সময় বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. সামির হোসেন মিশু, টিএমএসএস মেডিকেল কলেজের উপনির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শজিমেক অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, প্রথম দিনেই ৪টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে পিসিআর যন্ত্রের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। তিনি জানান, কলেজের ১১ জন ল্যাব টেকনিশিয়ান এবং ওই তিন বিভাগের ১৭ জন চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন