গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্বশুর বাড়িতে জামাইয়ের 'আত্মহত্যা' নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, দুই বছর আগে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের মো. জাফর শেখের মেয়ে নিপা খানমের (১৬) সাথে মোবাইলে প্রেম করে বিয়ে হয় গাজিপুর জেলার কাপাশিয়া উপজেলার ইসমাইল মুন্সির। বিয়ের কিছু দিন পর থেকে তাদের সম্পর্কে অবনতি হয়। গতকাল রবিবার ইসমাইল রাত আড়াইটায় গাজীপুর থেকে শ্বশুর বাড়ি কাশিয়ানীতে আসে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ করে ঘরের ভিতরে ফ্যানের সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ইসমাইল। পরে দরজা ভেঙ্গে তার লাশ বের করা হয়। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মৃতের স্ত্রী নিপা খানম জানায়, আমাকে গাজীপুরে নিয়ে যেতে আসে। আমি তার প্রস্তাবে রাজি না হয়ে পরে যাবো বললে স্বামীর সাথে বিরোধ হলে সে ঘরের দরজা বন্ধ কেরে দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, আসল ঘটনা কি সেটা জানতে অধিকতর তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল