করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা গ্রামে হাবিবুর রহমান রাজিব (১৬) নামে এক শিক্ষার্থী। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
চিকিৎসক ও এলাকাবাসীরা জানিয়েছেন, বজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান রাজিব জ্বর, গলা ব্যথাসহ করোনার উপসর্গে ভুগছিলো। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। রবিবার তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তবে জন্ডিসে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। সোমবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ তার শরীর থেকে করোনা উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। তাকে করোনা রোগীদের মত সতর্কতার সাথে দাফন করা হবে বলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন।
তিনি আরও জানান, ৩ মাস পূর্বে হাবিবুরের বড় ভাই মালদ্বীপ থেকে বাড়িতে আসেন। তার আর এক ভাই গাড়ি চালক। সেও কয়েকদিন আগে ঢাকা থেকে বাসায় ফিরেন। এলাকার মানুষ বিষয়টি নিয়ে আতংঙ্কিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচএম রাজিউল করিম জানান, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ কারণে বিশেষ ব্যবস্থায় তাকে দাফন করা হবে।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন