শরীয়তপুরে বজ্রপাতে ডামুড্যা উপজেলা পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে বিদ্যুতের লাইনের সাইড থেকে অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এতে ডামুড্যা উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম সাইফুল হক খান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বজ্রপাতের শিকার হন। দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ডামুডা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু বলে ঘোষণা দেন।
জানা যায়, ডামুড্যা উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম সাইফুল হক খান এর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বাড়ি যশোর জেলায়। তারা দুইজনেই ডামুড্যা পল্লী বিদ্যুত অফিসে কর্মরত ছিলেন। তারা কাজ করে যাওয়র পথে এঘটনা ঘটে এবং মারা যান। দুইজনের লাশ তাদের নিজনিজ বাড়িতে নিয়ে দাফন করা হবে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/হিমেল