কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৪ হাজার ৫০টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানবিক সহায়তার আওতায় একযোগে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
এসময় ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, ৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলর, ইউপি সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে ভেড়ামারা পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ১৫০ জন করে মোট ১৩৫০ পরিবার ও ওয়ার্ড প্রতি ৫০জন করে ইউনিয়ন প্রতি ৪৫০ পরিবার, ৬ ইউনিয়নে ২৭০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়। প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি করে আলু দেয়া হয়েছে।
ত্রাণ বিতরণ কালে ট্যাগ অফিসার, মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম