নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষক শহিদুল ইসলামকে ডেকে এনে মারধর করার অভিযোগে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য রেজাউল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
অপরদিকে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে আগামি ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশ রবিবার নাটোরের জেলা প্রশাসকের কাছে পৌঁছে। এর আগে অভিযুক্ত চেয়ারম্যান, ইউপ সদস্য ও অপর আসামি রুবেলকে গ্রেফতার করে পুলিশ।
নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ বরখাস্তের পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান তিনি এখনো এ সংক্রান্ত কোন চিঠি পাননি। অপরদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহামুদুল হাসান ফোনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল