গোপালগঞ্জে ৩ লাখ ২৫ হাজার পরিবারের জন্য তৈরি হচ্ছে পারিবারিক কার্ড। কোন পরিবার সরকারী কোনো প্রকার সহযোগীতা পেলে এই পারিবারিক পরিচিতি কার্ডে তার প্রমাণ থাকবে। এ, বি, সি, ডি, এবং ই এই পাঁচ ক্যাটাগরীতে থাকবে এই কার্ড। প্রতি ক্যাটাগরীর পরিবারেই পর্যায়ক্রমে সরকারী রেশন পৌঁছে দেয়া হবে। এই পারিবারিক পরিচিতি কার্ডের মাধ্যমেই জানা যাবে সমাজে কে গরীব, কে অসহায় আর কে ধনী।
আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে পারিবারিক পরিচিতি কার্ডের এসব বর্ণনা দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় জেলা প্রশাসক গোপালগঞ্জে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ও করোনা মোকাবেলায় সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন মতামত গ্রহন করেন।
বিডি প্রতিদিন/হিমেল