পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুস্থ-অসহায় মানুষের খাদ্য সহায়তার ৮ বস্তা ত্রাণের চালসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের জুগির হাওলা গ্রাম থেকে চাল উদ্ধার করা হয়। আটক আইয়ুব আলী ব্যাপারী (৬০) জুগির হাওলা গ্রামের আলী আকবরের ছেলে। সে পেশায় মুরগি ব্যবসায়ী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুগির হাওলা গ্রামের আইয়ুব আলীর বসতঘরে অভিযান চালায় ওসি (তদন্ত) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় একটি বাক্সের মধ্যে খাদ্য অধিদপ্তরের সীল সম্বলিত ত্রাণের ৩০ কেজি ওজনের ৮ বস্তায় (২৪০ কেজি) চাল উদ্ধার করা হয় এবং আইয়ুব আলীকে আটক করে।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, আইয়ুব আলীর ঘরের ভেতরে একটি বাক্সের মধ্যে চালগুলো পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, আটক ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি এটা ত্রাণের চাল। আমাদের কাছে ভিডিও আছে যে জুগির হাওলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ তালকুদার তাকে এ চাল দিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন। আমি এবং থানার ওসি সাহেবের সামনেই এ বিষয়টা পরিস্কার করেছেন আটক আউয়ুব আলী।
বিডি প্রতিদিন/হিমেল