কুষ্টিয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম খলিল কুষ্টিয়া জেলা প্রশাসকের বডিগার্ড ছিলেন। সোমবার রাত আটটার দিকে শহরের জুগিয়া কদমতলা মুনছুর বিড়ি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনায় ঘটে। নিহত ইব্রাহিম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহত পুলিশ সদস্য ইব্রাহিম খলিল কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের জুগিয়া কদমতলা মুনছুর বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/শফিক