দেশের প্রথম কোনো এলাকা হিসেবে লকডাউনের একমাস অতিক্রম করল শিবচর। গত ১৯ মার্চ বাংলাদেশে সর্বপ্রথম মাদারীপুরের শিবচর উপজেলাকে প্রথম কনটেইনমেন্ট পরে লকডাউন ঘোষণা করা হয়। শুরুতে প্রবাসী অধ্যুষিত শিবচর উপজেলাটি করোনাভাইরাসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। কনটেইনমেন্ট ঘোষণার দিন দেশের ১৭ জন রোগীর মধ্যে শিবচরেই আক্রান্ত ছিল ৮ জন। বর্তমানে মাত্র ৫ জন রোগী আইসোলেশনে রয়েছেন যারা সবাই নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত বা তাদের সংস্পর্শে আসা।
লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হত বলে মনে করেন সংশ্লিষ্টরা। কঠোর নজরদারির কারনেই করোনার ভয়াবহতা ও বিস্তার রোধ করা এখন পর্যন্ত সম্ভব হয়েছে। একইসাথে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি দরিদ্র পরিবারে খাবার সহায়তা পৌছে যাওয়াসহ নিয়মিত খাবার সহায়তা চলায় মানুষকে ঘরে রাখা সহজ হচ্ছে।
একাধিক সূত্র জানায়, সম্প্রতি ইটালিসহ বিভিন্ন দেশ থেকে ৬শ ৮৪ জন প্রবাসী শিবচরে আসেন। এদের মধ্যে ৪শ জন হোম কোয়ারেন্টাইন পালন করে। বর্তমানে ৮৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮মার্চ। তার এক দিন আগে ইতালি থেকে বাংলাদেশে আসেন শিবচর পৌরসভার গুয়াতলার এক ব্যক্তি। তিনি ১৩ মার্চ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। পরদিন শনাক্ত হয় তার স্ত্রী ও দুই সন্তান। ১৭ মার্চ শনাক্ত হয় তার শাশুড়ি ও এক বন্ধু। ১৮ মার্চ ওই প্রবাসীর বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি পজিটিভ শনাক্ত হন।
উল্লেখিত ৭ জন ওই প্রবাসীর মাধ্যমেই সংক্রমিত হন। এর বাইরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ গ্রামের একজন আক্রান্ত ছিলেন। ১৯ মার্চ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দেশের প্রথম কোনো এলাকা হিসেবে শিবচরকে প্রথম কনটেইনমেন্ট পরে লকডাউন ঘোষণা করে। ওই সময় স্বাস্থ্য বিভাগের আইইডিসিআরের টিম শিবচরে অবস্থান নিয়ে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা মানুষের তালিকা তৈরি করে তাদের নমুনা সংগ্রহ করে এবং হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে। এর ফলে ওই পরিবারের আরও দুই জনের সংক্রমণ চিহ্নিত হয়। ২৪ মার্চ ওই প্রবাসীর বাবা করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১১ এপ্রিল পর্যন্ত শিবচরের করোনা রোগীর সংখ্যা স্থিতিশীল ছিল। ১২ এপ্রিল ওই প্রবাসীর এক প্রতিবেশী নারীর মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে। এর বাইরে আরও তিন জন আক্রান্ত হন তবে তারা নারায়ণগঞ্জ ফেরত। এর মধ্যে একজন চিকিৎসক আছেন যিনি নারায়ণগঞ্জে থেকে রোগী দেখতেন। তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের স্বামী। তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্ত্রীর কাছে বেড়াতে আসেন এবং তার মাধ্যমে তার চিকিৎসক স্ত্রী ও ৭ বছরের শিশুকন্যা আক্রান্ত হন।
১৮ এপ্রিল পর্যন্ত শিবচরের মোট রোগীর সংখ্যা ১৭। এদের মধ্যে আগেই সুস্থ হন ৩ জন। ১৯ এপ্রিল সদর হাসপাতালের আইসোলেশন থেকে ৮জন মুক্ত হয়ে বাড়িতে ফিরেন (এদের মধ্যে ৫ জন ২য় দফায় আক্রান্ত)। বর্তমানে ৫ জন আইসোলেশনে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবচরে করোনার বিস্তার রোধে প্রথমদিনেই আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন হয় উপজেলাজুড়ে। মোতায়েন করা হয় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব। বন্ধ করে দেয়া হয় দোকান পাট, গণপরিবহন। মাত্র ৪ ঘণ্টা খোলা থাকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান। বন্ধ হয়ে যায় সকল সাপ্তাহিক হাট। ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠন করে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও দরিদ্রদের খাবার সহায়তা ঘরে ঘরে পৌছে দেয়া হয়। আক্রান্ত পরিবারগুলোর খাবার সহায়তায় নজর দেন বিশেষভাবে। ২০ শয্যার পৃথক আইসোলেশন কেন্দ্র ঘোষণা করা হয় বহেরাতলা হাজী কাশেম উকিল মা শিশু স্বাস্থ্য কেন্দ্র। কঠোরভাবে লকডাউন পালন করার কারণে শিবচরে করোনার বিস্তার সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে। অন্যথায় ঢাকা ও নারায়ণগঞ্জের মত সংক্রমিত এলাকায় পরিণত হত। কারণ শুরুতে ঢাকা ও নারায়ণগঞ্জের পরই শিবচরের করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, চীফ হুইপ লিট চৌধুরীর উদ্যোগে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি খাবার সহায়তা ৩০ হাজার পরিবারের ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে। দলীয় নেতারাও ব্যক্তিগত উদ্যোগে আরও ১০ হাজার প্যাকেট খাবার দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, শিবচরে রবিবার ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫ জন আইসোলেশনে রয়েছেন। ৮৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, শিবচরে লকডাউন বাস্তবায়নে আড়াই শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকতে হবে। যতদিন অচলাবস্থা থাকবে ঘরে ঘরে খাবার সহায়তা চলতে থাকবে। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ