করোনার প্রভাবে দেশজুড়ে শ্রমিক সংকটে নেত্রকোনার দূর্গাপুরে কৃষকদের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার চন্ডিগড় গ্রামে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জমির পাকা ধান কাটতে মাঠে নামেন তারা।
স্থানীয় ২০ জন স্বেচ্ছাসেবকের একটি দল অসহায় কৃষকদের মধ্যে হাফিজ উদ্দিনের ১০ কাটা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
পর্যায়ক্রমে গ্রামের অন্যান্য অসহায় কৃষকের ধান কেটে দেবেন বলেও তারা জানান।
জমিতে পাকা ধান থাকলেও শ্রমিক সংকটে ঘরে ধান তুলতে না পারায় কৃষকদের এমন দুর্দিনে নেত্রকোনার দুর্গাপুরে চন্ডিগড় গ্রামে সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল এগিয়ে আসে।
এভাবে ধান কাটাতে স্থানীয়রা তরুণরা এগিয়ে আসায় খুশি কৃষকরা। তারা মনে করেন কিছুটা হলেও ধান ঘরে তুলতে পারলে খেয়ে বাঁচবে কৃষকরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম