কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৬দোকান মালিককে ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, আজ ভোর সাড়ে ৬টায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে ৮টি চায়ের দোকান, ৩টি সিমেন্টের দোকান, ৩টি হোটেল ও ১টি করাতকলের কার্যক্রম বন্ধ করা হয়। এসময় ১২ মাইল তেলপাম্পের সামনে করাত কল মালিককে সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ করায় (২) মতে ১ এক হাজার ও আরেকটি দোকানকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় বাসস্ট্যান্ডের সামনে ১ টিনের দোকানকে ১০ হাজার টাকা, ভেড়ামারা বাজারে ২টি অটোমোবাইল দোকান খোলা রাখার দায়ে প্রত্যেক মালিককে ২ হাজার ৫০০ টাকা, ১টি মোবাইলের দোকানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করে সরকারি খাতে জমা করা হয়।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম