সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম চরাঞ্চলের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ওয়াটা কেমিক্যাল লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ নজরুল ইসলাম।
মঙ্গলবার সকালে চৌহালী সরকারী কলেজ মাঠে চরাঞ্চলের সাত ইউনিয়নে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীন ৯ হাজার পরিবারের মাঝে তিনি নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পবিার যাতে অন্তত ১০দিন খেতে পারে এ জন্য প্রতিটি পরিবারকে ৮ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তৈল ও ১ কেজি সোলা মোট ১১ কেজি পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণকালে ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম