করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন, দুস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট। আজ মঙ্গলবার সকালে শহরের এনএস রোডস্থ সংস্থাটির কার্যালয় থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারকে সাড়ে ৭কেজি চাল, ১লিটার তেল, ১কেজি মসুর ডাল, ১লবন, ১কেজি ১কেজি চিনি ও ৫’শ গ্রাম করে সুজি প্যাকেট করে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম