কুমিল্লায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জেলার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর গ্রামের বাসিন্দা। তার বয়স ৬৫ বছর।
মঙ্গলবার বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান. গত ১৭ এপ্রিল ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। আমরা ১৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠাই। রোগীর সাথে কথা হয়েছে, তিনি সুস্থ আছেন, বাড়িতেই আইসোলেশনে আছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার কুমিল্লায় মোট ৪৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে একটি রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে বরুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
বিডি প্রতিদিন/ফারজানা