বরগুনা জেলায় যাত্রীবাহি অ্যাম্বুলেন্সে করে প্রতিরাত মানুষ আসছে। কিন্তু জনবল সঙ্কটের কারণে তা নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। এ জেলায় নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ এবং মারা গেছেন ২ জন।
এদিকে যাত্রীবাহি অ্যাম্বুলেন্সে করে প্রচুর মানুষ আসায় উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে পুলিশের বক্তব্য, তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। জনবল সংকটের কারণে চারিদিকে সামাল দিতে সমস্যায় পড়তে হচ্ছে।
বরগুনায় হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে গেছে। অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে এক শ্রেণির মানুষ কোনো বিধি নিষেধ মানছেন না। প্রশাসন কঠোর না হওয়ায় তারা অপ্রয়োজনে বেপরোয়া ঘোরাফেরা করছে।
বিডি প্রতিদিন/ফারজানা