করোনার কারণে শ্রমিক সংকটে কৃষকের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে প্রতিদিনই হাওরে ধান কাটছেন নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের তেলনির কান্দা হাওরে কৃষকের এক একর জমির ধান কেটে দেন তারা। সকাল থেকে বিকাল পর্যন্ত তার ধান কাটেন। শুধু কেটেই দিচ্ছেন না, ধানের আটি মাথায় করে কৃষকের বাড়ির আঙিনায়ও পৌঁছে দিচ্ছেন তারা।
গত রবিবার করিমগঞ্জ উপজেলার সাগুলি হাওরে কৃষক লীগের ধান কাটা উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। সংসদ সদস্য নিজেও হাওরের বিভিন্ন জায়গায় ধান কাটছেন।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু জানান, উদ্বোধনের পরদিন করিমগঞ্জের প্রয়াগ বিলে ধান কেটেছি। বুধবার ইটনা উপজেলার রায়টুটি হাওরে তারা ধান কাটবেন। তিনি আরও জানান, যতদিন লাগবে ততদিনই কৃষকের সাথে কৃষক লীগের নেতাকর্মীরা ধান কাটবেন।
এ ব্যাপারে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, হাওরে একমাত্র ফসল বোরো ধান। এ ফসল মার খেলে কৃষকের কষ্টের সীমা থাকবেনা। আগাম বন্যায় যেন কোন ক্ষতি করতে না পারে, সে জন্যে কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি কৃষকের ধান কেটে দিতে।
বিডি প্রতিদিন/হিমেল