কুমিল্লার হোমনায় চুরি-ডাকাতি বাড়ছে। গত এক সপ্তাহে এ ধরনের কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়েছে।
সূত্র জানায়, গত ১৫ মার্চ হোমনা-গৌরীপুর সড়কে দিন-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক কোম্পানির পরিবেশকের লোকজনের কাছ থেকে মোবাইল সেটসহ নগদ এক লাখ সাত হাজার টাকা লুট করে ডাকাতদল। মাত্র সাড়ে ১১ হাজার টাকা উদ্ধার হলেও বাকী টাকার হদিস পায়নি পুলিশ।
এছাড়া উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় মো. মনিরুল ইসলাম সরকারের একটি স্যানেটারি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেছে চুরির ঘটনা। সোমবার ওই ব্যবসা প্রতিষ্ঠানে সিঁদ কেটে চুরির এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, এক লাখ পাঁচ হাজার টাকার কল, ত্রিশ হাজার টাকার পানির পাম্প, চল্লিশ হাজার টাকার ২০ কয়েল ক্যাবল এবং পঁচিশ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রিক ও সেনেটারি মালামাল চুরি হয়েছে। তিনি আরও জানান, কিছু চিহ্নিত চোরের তালিকাও পুলিশের হাতে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে চোর এবং মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা