‘আর কত উপবাস থাকব, খাবার দে’-এমন শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রাণের দাবি জানিয়েছেন কর্মহীনরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সরাইল উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউনুছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে কর্মহীনরা উপজেলা পরিষদের সামনে এসে ত্রাণের দাবি করেন।
বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা বিতরণ হয়নি। এর ফলে কর্মহীনরা অনেক কষ্টে দিনানিপাত করছেন। কারো কারো ঘরে কয়েকদিন ধরে খাবারও নেই। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিক লীগ নেতা মো. ইউনূছ মিয়া বলেন, ওই ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। আমাদের সবার কাজকর্ম বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় তো এগুলো আসেনি। সেজন্য আমরা বিক্ষোভ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের ত্রাণ দেয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর তারা চলে এসেছেন বলে জানান। স
রাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. মো. মোসা বলেন, ত্রাণের জন্য কেউ বিক্ষোভ করেনি। কেউ তাঁদেরকে বলেছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। গুজব ছড়িয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল