ব্রাহ্মণবাড়িয়ার ৩০০ জনের নমুনা পরীক্ষায় সর্বমোট ১৯ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২জন। আর সুস্থ হয়েছেন একজন।
জেলার সিভিল সার্জন অফিস জানিয়েছে, ১০ মার্চ থেকে এ পর্যন্ত ৫৬৪ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। এরমধ্যে মঙ্গলবার পর্যন্ত ৩’শ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৮ জন আক্রান্ত হয়েছেন আখাউড়ায়। এরপরই নাসিরনগরে ৫ জন। এছাড়া বিজয়নগর উপজেলায় ২ জন, নবীনগরে এবং বাঞ্ছারামপুরে ১ জন, সরাইলে ১ জন করে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন মো. একরামুল্লাহ জানান, জেলার ৯ উপজেলা থেকেই তারা নমুনা সংগ্রহ করেছেন।
এদিকে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩০ হাজার ৪৬৭ জন। আর হোম কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩ হাজার ৯৯৮ জন। এসময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৭৪ জনের মধ্যে ২৮ জন ছাড়া পেয়েছেন। হাসপাতালে আইসোলেশনে থাকা ১৭ জনের মধ্যে ২জন ছাড়া পেয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা