করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের আরও এক চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় বলে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হাসপাতালটির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই হাসপাতালে দু'জন চিকিৎসকসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে নমুনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্টে আজ ৩ জনের নেগেটিভ শুধুমাত্র একজনের পজেটিভ বলে শনাক্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ মুঠোফোনে জানান, আক্রান্ত ডাক্তারের করোনা পজেটিভ আসলেও তিনি সুস্থ আছেন। তাদের শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। আমরা তার ও তাদের সহযোগীদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে নির্দেশনা দিয়েছি। অপর এক আক্রান্ত রোগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ