ভোলা সদর উপজেলা থেকে পটুয়াখালি গিয়ে এক দম্পতি করোনা আক্তান্ত হওয়ায় ভোলা সদর উপজেলার ৬ বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার বাপ্তা বুড়ির মসজিদ এলাকার ৩ বাড়ি এবং পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামের ৩ বাড়ি লকডাউন করা হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্বাসকষ্ট, বুক ও পেটে ব্যথা নিয়ে ২০ বছর বয়সী এক যুবক ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো: সিরাজ উদ্দিন জানান, নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পজেটিভ এলে সংশ্লিষ্ট চিকিৎসক এবং নিহতের বাড়ির লোকজনকে আইসোলেশনে পাঠানো হবে।
জানা যায়, ওই দম্পতি ভোলা সদর উপজেলার বাপ্তা এবং ইলিশা এলাকায় তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং গত ১৩ এপ্রিল তাদের কর্মস্থল পটুয়াখালি ফিরে গিয়েছেন। দুই দিন আগে তাদের করোনা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করানোর জন্য সেম্পল জমা দিয়েছেন। তারা বর্তমানে পটুয়াখালি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
পটুয়াখালি হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার ওই দম্পতির করোনা রিপোর্ট পজেটিভ নিশ্চিত হওয়ার পর ভোলার স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে। এ তথ্য পাওয়ার পরপরই ভোলা সদর উপজেলার বাপ্তা বুড়ির মসজিদ এলাকার ৩ বাড়ি এবং পশ্চিম ইলিশার চরপাতা গ্রামের ৩ বাড়ি বাড়ি লকডাউন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ