টাঙ্গাইলের সখীপুরে রিপন আহেমদ (৪২) নামের এক সবজি ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান এ তথ্য দিয়েছেন।
সে উপজেলার লাঙ্গুলিয়া উত্তর পাড়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সখীপুরে দুইজন করোনায় আক্রান্ত।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক কর্মকর্তা (আর.এম.ও) ডা. শাহীনূর আলম বলেন, রিপনের শারীরে সর্দি, কাশি ও জ্বর না থাকায় তাকে প্রাথমিকভাবে তার বাড়িতেই আমাদের তত্বাবধানে রাখা হয়েছে। সোমবার সকালে সখীপুরের ১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) পাঠানো হয়। সেখান থেকে রিপন নামের একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
পরিবার ও এলাকাবাসী জানায়, ঢাকা কাওরানবাজার এলাকায় রিপন কাঁচা মালের ব্যবসা করতো। ১৯ দিন আগে সে ঢাকা থেকে এলাকায় এসেছে। তার শারীরিক সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আসে। এ ঘটনায় সোমবার তার নমুনা পরীক্ষা করতে দিলে তার করোনা ধরা পরে।
যাদপুর ইউনিয়ন পষিদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান (আতোয়ার) বলেন, ইতিমধ্যে ওই বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এলাকার সবাইকে বিষয়টি জানিয়ে ওই বাড়িতে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ