টাঙ্গাইলে আরও একজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এই নিয়ে জেলায় মোট ১৩ জন কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে মঙ্গলবার ঢাকা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী পশ্চিমপাড়া গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। তিনি ১৯ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে এসেছিলেন। তার নমুনা পজেটিভ আসার বিষয়টি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
বিডি প্রতিদিন/ফারজানা