ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার দাদপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মনসুর মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
বোয়ালমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে একদল কিশোরের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় মোল্লা পরিবার ও খাঁ পরিবারের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মনসুর মোল্লা নামের এক বৃদ্ধকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করা হয়। এসময় আহত হয় আরও কয়েকজন।
আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মনসুর মোল্লা। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা