নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রাজবাড়ীর কালুখালী উপজেলার পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ে পড়ে থাকা তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এসব লাশ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সানারপাড় এলাকায় দুজন ব্যক্তির লাশ সকাল থেকেই পড়ে ছিল। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে আনে। এদের একজনের বয়স আনুমানিক ৫৫ আরেকজনের ৫৭।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এটি আসলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে নাকি অন্য কিছু এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। এদের কারোই পরিচয় শনাক্ত করা যায়নি। এলাকাবাসীও এদের চিনতে পারছেন না। দুজনেই সকালের কোন এক সময় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া চর থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে কালুখালী থানা পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে বলে জানায় স্থানীয়রা।
কালুখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামরুল হাসান বলেন, ওই নারীকে অন্যকোন স্থান থেকে হত্যা করে হরিনবাড়ীয়ার এই চরে ফেলে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা