বরিশালের বানারীপাড়ার কাওসার হত্যার চাঞ্চল্যকর মামলার ৩ নম্বর আসামি মো. নজরুল ইসলাম রাড়িকে (৩৫) আটক করেছে র্যাব-৮। মঙ্গলবার রাতে ওই উপজেলার করফাকর এলাকা থেকে তাকে আটক করে র্যাবের বিশেষ দল। আটক নজরুল একই এলাকার মো. আব্দুর রব রাড়ির ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার হত্যায় নজরুল জড়িত থাকার কথা স্বীকার করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
র্যাব জানায়, ১১ এপ্রিল সকালে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের মো. কাওসার কবিরাজকে (৩০) করফাকরের পার্শ্ববর্তী নলশ্রী গ্রামের একটি বাগানে নিয়ে লাঠি ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে ঘাড় ও হাত ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। কাওসারের ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। কিন্তু আসামিরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে হাসপাতালে যেতে পারেনি। ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল ভোররাত ৪ টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। ওই মামলার সূত্র ধরে আসামি নজরুলকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে আটক নজরুলকে বুধবার বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন